বজ্রকথা প্রতিনিধি।– ১১ জুলাই /২৪খ্রি: বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় পীরগঞ্জ ব্র্যাক কার্যালয়ে প্রত্যাশা -২ প্রকল্পের অধীন প্রবসবন্ধু ফেরাম এর ত্রয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসবন্ধু ফোরামের পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক এর প্রত্যাশা -২ প্রকল্পের প্রধান কার্যালয়ের অন্যতম কর্মকর্তা জনাব খবির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক রংপুর অফিসের সমন্বয়কারী শাহ মোঃ খাইরুল হাসান।
ব্র্যাক পীরগঞ্জ অফিসের সমন্বয়কারী জাকারিয়া হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি প্রভাষক মোঃ আলমগীর কবীর,সাধারন সম্পাদক মোঃ আফছার আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল মিয়া, প্রচার সম্পাদক মোঃ মশফিকুর রহমান পল্টন, সদস্য মোঃ সবুজ মিয়া,সদস্য .মোঃ মহিদুল ইসলাম, সদস্য মোঃ সাইফুল ইসলাম,সদস্য .মোছাঃবুলবুলি বেগম-৮নং রায়পুর ইউনিয়ন, মোছাঃববিতা বেগম৮নং রায়পুর ইউনিয়ন,মোছাঃ লিপা বেগম-৩ নং বড়দরগা ইউনিয়ন ৪.মোছাঃ আশেতারা বেগম- ৯ নং পীরগঞ্জ ইউনিয়ন।
এদিন সভায় গতসভার সিদ্ধান্তগুলো পঠন পাঠনের মাধ্যমে অনুমোদন দেয়ার পর, আগামী তিন মাসের কর্মসূচী গ্রহন করা হয়। এ ছাড়াও সভায় বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত লোকজনদের খুঁজে বের করে তাদের তালিকা তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে সকল সদস্যদের হাতে ব্র্যাক এর উপহার একটি করে ব্যাগ তুলেদেন প্রবাসবন্ধু ফোরাম এর পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কবি সুলতান আহমেদ সোনা ।
Leave a Reply