বজ্রকথা প্রতিনিধি।- রংপুুুুরের পীরগঞ্জে মোটরসাইকেল আর বাইসাইকেলের মুখোমুখী সংঘর্ষে চালক ২ জনেই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটেছে ১২ ফেব্রুয়ারী/২১ শুক্রবার বিকেলে বড়দরগাহ খালাশপীর সড়কের উপজেলার উল্যাগাড়ী নামকস্থানে। নিহতরা হ’ল উপজেলার ঠাকুরদার লক্ষীপুর আব্দুর রজ্জাকের ছেলে দিনাজপুর জেলার নবাবগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মী আসাদুজ্জামান(২৮) ও বাঁশপুকুরিয়া গ্রামের ইউসুব আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৬৮)।প্রত্যক্ষ দর্শিরা জানায়, তোফাজ্জল হোসেন বাড়ী থেকে উল্যাগাড়ী গ্রামে মেয়ে জামাই এর বাড়ি যাবার পথে বর্নিতস্থানে বিপরিত দিক থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জনেই প্রাণ হারান। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র সত্যতা স্বীকার করে জানান ঘটনাস্থলে ২ জনেই প্রাণ হারিয়েছেন।
Leave a Reply