বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

পীরগঞ্জে সরকা‌রি রাস্তা বন্ধ করে টিনের বেড়া নির্মাণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৭৩ বার পঠিত
পীরগঞ্জ  (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে জনসাধার‌নের চলাচ‌লের রাস্তা বন্ধ করে টিনের বেড়া নির্মান করার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।  এ রাস্তা ব‌ন্ধের বিরু‌দ্ধে  উপ‌জেলা সহকারী কমিশনার (ভূ‌মি) বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে । গত ১৮ জানুয়ারী এ অভিযোগ দাখিল করেন হোসেনপুর গ্রামের মনজুয়ার হোসেন । অভিযোগে সূ‌ত্রে জানা গেছে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত্যু জয়নাল আবেদীন এর পুত্র হাফিজার রহামনসহ তার ভাইয়েরা সন্ন‌্যাসী বাজার হয়ে হোসেনপুর গ্রাম থেকে কাঞ্চনবাজার গামী রাস্তার তেলীপাড়া নামক স্থানে উল্লেখিত ব্যাক্তিরা টিনের বেড়া দিয়ে জনগনের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে । এতে জনগনের চলাচলে বিঘ্ন সৃষ্টি সহ একটি পরিবারের বাড়ী থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে । এলাকাবাসীরা জানান রেকর্ডভুক্ত সরকা‌রি রাস্তা টি‌নের বেড়া দি‌য়ে সরকা‌রি জ‌মি দখ‌লের পায়তারা কর‌ছে হা‌ফিজুর রহমা‌নেরা। গ্রামবাসী ও অভিযোগকারী তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব‌্যবস্থা গ্রহনের জন্য উপ‌জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন । এ ব‌্যাপা‌রে ইউ‌নিয়ন সহকা‌রি ভূ‌মি কর্মকর্তা আব্দুল ম‌মিন ব‌লেন, আ‌মি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। উপ‌জেলা ভূ‌মি কর্মকর্তা স‌্যা‌রের কা‌ছে প্রতি‌বেদন দা‌খিল করা হ‌বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com