সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

পীরগঞ্জে ৩ কৃষকের আধা-পাকা ধান রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় কেটে সাবাড়

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|- রংপুরের পীরগঞ্জে কুমেদপুর ইউনিয়নের রসুলপুর হরিপুর মৌজার ৩ কৃষকের কাঁচা, আধা পাকা সাড়ে ৮৫ শতক জমিতে লাগানো ধান কেটে সাবাড় করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পীরগঞ্জ থানায় এজাহার দিয়েছেন কৃষক মশফিকুর রহমান। এজাহারের বিবরণে জানা গেছে, বড় রসুলপুর গ্রামের মৃত: মোকলেছার রহমানের পুত্র মশফিকুর রহমান দীর্ঘদিন ধরে ক্রয় সুত্রে পাওয়া সম্পত্তি ভোগ দখল ও চাষাবাদ করে আসছেন। উক্ত জমির মালিকানা দাবী করে গত বৃহস্পতিবার রাতের আধারে সন্ত্রাসী কায়দায় একই গ্রামের মৃত: আকবার আলী পুত্র আনছার আলী, মহাব্বর আলী, আনারুল ইসলাম, আশরাফুল ইসলাম, আনছার আলী, নালো মিয়া, সুরুজ মিয়া, পল্লব মিয়া, বাদল মিয়া, রিপন মিয়া, রেজাউল করিম, উভয় সাং- মাহমুদপুর, নজরুল ইসলাম, মৃত মোয়াজ্জেমের হোসেনের দুই ছেলে গোলাম মোস্তফা ও গোলাম কিবরিয়া। রাতের আধারে বর্ণিত আসামীরাসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন আসামীদের হাতে লাঠি সোডা, দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত ট্রলি নিয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া ধান কাটতে থাকে। বাধা প্রদান করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মশফিকুরকে হত্যা করার উদ্দেশ্যে লাঠি সোডা নিয়ে মারার জন্য এগিয়ে আসলে জীবন বাঁচার তাগিদে তিনি ৯৯৯ কল করিলে পীরগঞ্জ থানা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থল পৌছার আগেই কাটা ধান ট্রলি যোগে তারা নজরুল ইসলামের বাড়ীতে নিয়ে যায়। যাহার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। সরে জমিনে জানা গেছে, মফিজুল ইসলামের জমি সংক্রান্ত বিষয় নিয়ে ক্রয়কৃত জমি মুল মালিক লুৎফর রহমান বিজ্ঞ আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন। যাহার বাটোয়ারা মামলা নং- ১৮৩/১৯৮৬, উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত জমির মালিক লুৎফর রহমানের পক্ষে রায় প্রদান করা স্বত্তেও আনছার বাহিনী বিজ্ঞ আদালতে রায় মানতে না রাজ। উক্ত রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিভিশন মামলা করে। যাহার মামলা নং- ৩৫৬৩/২০০৪ এবং বিগত ৩০ আগস্ট/২০২২ ইং সালে মহামান্য হাইকোর্ট উক্ত রিভিশন মামলাটি দোতরফা সুত্রে খারিজ নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তিতে তারা চাষাবাদ করিয়া আসছেন। গভীর নলকূপের ম্যানেজার শরিফুল ইসলাম বলেন দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে। বিগত দিনে গন্যমান্য সকলের উপস্থিতিতে এটার আপোষ নামাও করা হয়। আপোষ নামার ভিত্তিতেই জমি চাষাবাদ করে আসছেন মশফিকুরগংরা। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, জমির ফসল নষ্ট করা চরম অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে অভিযুক্ত আনছার আলীর পুত্র আনারুল জানান, গত কয়েক বছর ধরে আমাদের সাথে মামলা চলছে তাই তারা নিজেরাই জমির ধান নষ্ট করে ফাঁসানো চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com