পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে প্রায় ৭০ বছর পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোহাজের কলোনীতে বেদখল হওয়া ৪’শ ৯৮ একর জমি অবৈধ দখলদার হাত থেকে উদ্ধার করে সাইন বোর্ড সাটানো হয়েছে। ৪ঠা জানুয়ারী সোমবার উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ২টি মৌজায় ওই সব সাইনবোর্ড সাটানো হয়। জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নে প্রায় ৭০ বছর আগে ভারত থেকে আগত মোহাজের পরিবারদের জন্য (রিফিউজি) তৎকালীন সরকার অধিগ্রহণের মাধ্যমে জমি ক্রয় করে মোহাজেরদের মাঝে জমি বন্ঠনের কুবুলিয়ত হস্তান্তর করে জমির তদারকি ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দুর্যোগ ব্যবস্থাপনার উপর ন্যস্ত করেন। অধিকাংশ পরিবার তাদের নামে জমি বরাদ্দ থাকলেও এ পর্যন্ত দখল করতে পারেনি। অবৈধ দখলদাররা তাদের জমি ভোগ দখল করে আসছে। এ ব্যাপারে রংপুর জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এটিএম আকতারুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান গত বছরের ১০ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় অবৈধ দখলদারদের নিকট থেকে অধিগ্রহণকৃত জমি উদ্ধারের লক্ষ্যে পরিচালক ত্রাণ, সভাপতি উপ-পরিচালক (প্রশমন) সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতিনিধি সদস্য, সংশ্লিষ্ট ত্রাণ ও পুর্বাসন কর্মকর্তা সদস্য, জেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সদস্য সহকারী প্রকৌশলী (মুওপ), সদস্য উপ-পরিচালক- (ত্রাণ-১), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে সদস্য সচিব করে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। ওই কমিটি সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক আনিছুর রহমান, উপ-পরিচালক রনজিৎ কুমার সুত্রধর, জেলা ত্রাণ কর্মকর্তা এটিএম আকতারুজ্জামান, সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, গত ২৭ ডিসেম্বর হাল রেকর্ডের দাগ খতিয়ান এবং জমির বৈধ মালিকানাসহ সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে সরে জমিন পরিদর্শন করে অধিগ্রহণকৃত জমি চিহ্নিত করেন। সেই অনুযায়ী সোমবার উপজেলা প্রশাসনের সহায়তায় প্রাথমিক ভাবে পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জমির হাল, দাগ, খতিয়ান এবং জমির পরিমাণসহ সাইবোর্ড এবং জমির সীমানা খুটি স্থাপন করেন।
Leave a Reply