বজ্রকথা প্রতিনিধি।- ৩ মার্চ/২১খ্রি: বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বহিী অফিসার বিরোদা রাণী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, ৮ মার্চ বিশ্ব নারী দিবস, ১৫ মার্চ ভোক্তা অধিকার দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২২ মার্চ বিশ্ব পানি দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য খলিলুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা।
আলোচনায় অংশ গ্রহন করেন বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, অধ্যক্ষ খলিলুর রহমান, জাগো বাহে ২৪.কম এর চেয়ারম্যান রানা জামান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম, অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেস কাওসার জাহান, পৌর আওয়ামীলীগের সভাপতি হাইফুজ্জামান ফুল হাজি, সাধারন সম্পাদক আসিয়ার রহমান মাষ্টার। সভায় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মকর্তাগণ। সভায় দিবস গুলো পালনের লক্ষ্যে পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচী যথাযথ ভাবে পালনের জন্য পৃথক পৃথক উপ-কমিটি গঠন করা হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায় সকল কর্মকান্ড সফল করতে কমিটির প্রতি অনুরোধ জানান এবং সহযোগিতা কামনা করেন।
Leave a Reply