বজ্রকথা প্রতিবেদক।- পীরগঞ্জ উপজেলা পরিষদ এর পক্ষ থেকে স্বাধীনতার “সুবর্ণজয়ন্তি” উপলক্ষ্যে উপজেলার ৫০জন গুণী মানুষকে সন্মাননা স্বারক প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কমিটির এক সভা ১৮ মার্চ ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার সন্ধ্যে ৭ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায় সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দীন ভুইয়া, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, পৌর আঃলীগ এর সম্পাদক আসিয়ার রহমান মাষ্টার, হাজি বয়েন উদ্দিন পাবলিক স্কুলের ক্রিড়া শিক্ষক আব্দুর রহিম প্রমূখ। সভায় ৯টি ক্ষেত্রে এই স্বারক প্রদান করা হবে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্বাধীনতার ৫০ বছর, “সুবর্ণজয়ন্তি” উপলক্ষ্যে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ৫০জন বিশিষ্ট গুণীমানুষকে আসছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সন্মাননা স্বারক প্রদান করা হবে। তিনি আরো জানিয়েছেন, এ বছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেও মুক্তিসংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, রাজনীতি, মুক্তিযুদ্ধের সংগঠক এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিগত দিনে পীরগঞ্জ উপজেলায় যারা অসামান্য অবদান রেখেছেন এবং রাখছেন, সেইসব মহান ব্যক্তিদের (মরনোত্তরসহ) আনুষ্ঠানিক ভাবে সন্মাননা স্বারক প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে।নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় বলেছেন, এ ব্যাপারে তালিকা তৈরীর কাজ চলমান আছে। স্বারক প্রদানের বিষয়টি সুধিমহলে প্রশংসিত হচ্ছে।
Leave a Reply