পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল। সভাসঞ্চালনা করেন উপজেলাজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যানর ওশন আরা আলম রীনা, উপজেলা আ’লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। মাসিক সমন্বয় সভার পর পবিত্র ঈদ-উলআযহার প্রস্তুতিএবং আইন শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন পবিত্র ঈদ-উলআজহা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে ভিজিএফ’র তালিকা প্রনয়ন পূর্বক চাল সুষ্ঠ ভাবে বিতরন, গরুচুরি রোধে রাতের বেলা পুলিশি টহলবৃদ্ধিসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন ্নসিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply