পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন বিশিষ্ট ঠিকাদার সহকারি অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন বুলেটের হাতে অক্সিজেন কনসেনট্রেটরটি তুলে দেন রুবেলের প্রতিনিধি সাবেক ছাত্রনেতা হাফিজ আব্দুন নুর সোহেল। জানা গেছে, মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শ্বাস প্রশ্বাসে যাতে অক্সিজেনের ঘাটতি না হয় সে জন্য রুবেল নিজ তহবিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই অক্সিজেন কসসেনট্রেটর প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে আবারও মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। জার্মান প্রযুক্তিতে চীনের তৈরী অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটি প্রতি মিনিটে ৫ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। এভাবে প্রতি ঘন্টায় বাতাস থেকে ৩’শ লিটার করে টানা ২৪ ঘন্টা অক্সিজেন উৎপাদন করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক সমকালীন বার্তা পত্রিকার সম্পাদক সাংবাদিক গোলাম কবির বিলু, সিনিয়র সাংবাদিক আব্দুল্যাহীল বাকী বাবলু, উপজেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান প্রমুখ। উল্লেখ্য দেশে মহামারি করোনা ভাইরাসের প্রদুর্ভাবে উপজেলার ৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা, ৭৫ হাজার মাস্ক বিতরনসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে সহায়তা প্রদান করে মানব সেবায় অবদান রেখে চলেছেন জাহিদুল ইসলাম রুবেল।
এব্যারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন বুলেট বলেট সাংবাদিকদের বলেন- আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ অক্সিজেন সিলিন্ডার আছে। পাশাপাশি রুবেল সাহেবের দেয়া অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটি পাওয়ায় শ্বাস কষ্টের রোগিরা উপকৃত হবেন। তিনি আরো বলেন সমাজের দানশীল ব্যক্তিরা মানুষের জন্য এগিয়ে এলে সমাজ রাষ্ট্র এগিয়ে যাবে।
Leave a Reply