, পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি ।- গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে পীরগঞ্জের ৩ ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়াড়ীসহ ১৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানার পুলিশ।
এদিন পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলামের দিকনির্দেশনায় প্রায় রাত বারোটার সময় এস আই মাহবুব হোসেন , এস আই কামরুল হাসান, এ এস আই আলমগীর হোসেন আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের (মোক্তাগাড়ি) নামক স্থানে মহির উদ্দিনের পুত্র দুলা মিয়া (৫০) এর দক্ষিণ দুয়ারী বসত ঘর থেকে তিন তাস খেলা অবস্থায় আমজাদ হোসেনের পুত্র আনারুল ইসলাম ‘আনিছার রহমানের পুত্র ইসমাইল হক’ সাদেক আলীর পুত্র আতিকুর রহমান ‘হাসান আলীর পুত্র রতন মিয়া ‘মিস্টার মিয়ার পুত্র আরিফুল ইসলাম ‘সেকেন্দার আলীর পুত্র মিস্টার আলী’ আব্দুল মোত্তালেব হোসেনের পুত্র মোখলেসার রহমান ‘বদিউজ্জামানের পুত্র নওশা মিয়া ‘আব্দুল কাদেরের পুত্র রব্বানী ‘মহির উদ্দিনের পুত্র মোস্তফা মিয়া ‘মৃত্যু আব্দুল রউফ মিয়ার পুত্র মিজানুর রহমান, বাদশা মিয়ার পুত্র আবু সাঈদ ‘সর্বসাং বড় আলমপুর ইউনিয়নের (মোক্তাগাড়ি) তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
এ সময় উক্ত ইউনিয়নের মোক্তাগাড়ি গ্রামের মৃত্যু হাসান আলীর পুত্র মানিক মিয়া ‘জলিল হোসেনের পুত্র সিদ্দিকুর রহমান, ছোট উজিরপুর গ্রামের নওশা মিয়ার পুত্র ইমরান হোসেন ‘দুলা মিয়ার পুত্র আলমগীর হোসেন ‘ছাদেক আলীর পুত্র শাহীন আকন্দ হীজলগাড়ী গ্রামের উলু মিয়ার পুত্র নুরু মিয়া ‘আবু তাহেরের পুত্র মানিক মিয়া পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ।
এ ছাড়াও কুমেদপুর ইউনিয়নের দিগদুয়ারী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে তাসজুয়া খেলা অবস্থায় এস আই লোকেশ চন্দ্র দাশ ও সংঙ্গীয় ফোর্সসহ মজিবর রহমানের পুত্র সাদা মিয়া ‘ মৃত্যু হাজির উদ্দিনের পুত্র জয়নাল আবেদীনকে গ্রেফতার করতে সক্ষম হয় । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা ছাঁদ থেকে লাফিয়ে পালিয়ে যায় ।
এ ছাড়াও সদর পীরগঞ্জ ইউনিয়নের দুবরাজপুর গ্রাম থেকে এস আই আকতার হোসেন এবং এস আই নজরুল ইসলাম তাসজুয়া খেলা অবস্থায় মৃত্যু’ আব্বাস আলীর পুত্র আফজাল হোসেন ‘মৃত্যু হোসেন আলীর পুত্র লিপু মিয়া, ফজলুর রহমানের পুত্র শরিফুল ইসলাম ‘মৃত্যু হাদী মন্ডলের পুত্র চান মন্ডল কে পুলিশ গ্রেফতার করে ।
উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে ৩\৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে । এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন পীরগঞ্জকে জুয়ামুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
Leave a Reply