পৌর প্রতিনিধি।- পীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে ৩ তলা বিশিষ্ট ‘ধনশালা কেন্দ্রীয় জামে মসজিদ’ নির্মাণ কাজের জন্য মসজিদে এসে এক হাজার ইট অনুদান হিসেবে প্রদান করলো রংপুর রোটারি ক্লাব অব মেট্রোপলিটন এর কর্তৃপক্ষ। শনিবার (২১ অক্টোবর/২৩) বেলা ১ টায় ক্লাবটির প্রেসিডেন্ট ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য প্রথম শ্রেণির ঠিকাদার জাহিদুল ইসলাম রুবেল এর নেতৃত্বে ওই দলে বাংলাদেশ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক সেক্রেটারি আসিক ইকবাল টুটুল, ডেপুটি গভর্নর সাবেক অধ্যক্ষ মোছা: নাহিদ ইয়াসমিন, রংপুর রোটারি ক্লাব অব মেট্রোপলিটনের সেক্রেটারি মোছা: শিমুল চৌধুরী মুক্তি ও রোটারিয়ান শাহজাহান বাবু উপস্থিত ছিলেন। এ সময় পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল নবী রাশেদ সহ ছাত্রলীগের একাধিক নেতা তাদের সাথে ছিলেন। এ সময় বাংলাদেশ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক সেক্রেটারি আসিক ইকবাল টুটুল মসজিদটিতে মুসুল্লিদের নামজাজ আদায়ের জন্য একটি উন্নতমানের কার্পেট ও ঈমামের জন্য জায়নামাজ প্রদানের ঘোষণা দেন।
রোটারি ক্লাবের দেয়া অনুদান গ্রহন করেন মসজিদ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম কবির বিলু। মসজিদে অনুদান দেয়ার জন্য সভাপতি সকলকে ধন্যবাদ জানান।
Leave a Reply