বজ্রকথা প্রতিনিধি।-২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন ছাত্রীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করেছে পীরগঞ্জ মহিলা কলেজ
শনিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আবায়ক ও কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ।
আলোচকবৃন্দ নবীন ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানোর পরামর্শ দেন। এ সময় নবাগত ছাত্রীরা প্রতিজ্ঞা করেন নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবেন।
অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং পরে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। নবীন ছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ আতিকা মাহফুজ প্রমুখ।
Leave a Reply