পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- চলমান কোটা আন্দোলনে রংপুরে পুলিশের সাথে সংঘর্ষে নিহত বেরোবির সমন্বয়ক আবু সাঈদের প্রথম জানাযা বুধবার সকাল ৯ টা ১৪ মিনিটে পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে ইমামতি করেন সাঈদের ভাতিজা সিয়াম মিয়া । এরপর দ্বিতীয় জানাযা একই মাঠে সাড়ে নয় টায় অনুষ্ঠিত হয়ে ৯ টা ৪০ মিনিটে শেষ হয়।
জানাযায় সাঈদের পরিবারের সদস্য আত্নীয় স্বজন, বন্ধুসহ অনেক লোক অংশ গ্রহন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কলাঅনুষদের ডিনড.শফিক আশরাফ অংশ গ্রহন করেন।
এরপর গ্রামের বাড়িবাবনপুরে পারিবারিক কবরস্তানে তাকে দাফনকরা হয়। গত ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। আবু সাইদ পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে। জানা গেছে, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশতাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশশিক্ষার্থীদের লক্ষ্য করে রাবারবুলেট ছোড়ে। এ সংঘর্ষে আবু সাইদ নিহত হন।
Leave a Reply