বজ্রকথা ডেক্স।- গত ১৪ ডিসেম্বর সোমাবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে পেশাজীবী পরিষদের ‘শহীদ বুদ্ধিজীবী দিবস: বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বুদ্ধিজীবী হত্যার সেই নীলনকশা এখনো শেষ হয়নি। তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশকে মেধাশূন্য করার যে পরিকল্পনা ছিল- এটা কি কেবল পাকিস্তান আর আলবদর, আলশামসের পরিকল্পনা ছিল ? নাকি এ পরিকল্পনায় অন্য কেউ যুক্ত ছিল ? তা আজ গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।ডা. জাফরুল্লাহ চৌধুরী সভায় ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে বলেন, এখন এক ব্যক্তির ভাস্কর্য ভাঙাটাই যেন অপরাধ, অন্য ভাস্কর্য ভাঙা যেন অপরাধ নয়। আমি বলব, প্রত্যেকটা ভাস্কর্য ভাঙাই অপরাধ।
এ সভায় প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণফোরামের সাধারণ সম্পাদক ড.রেজা কিবরিয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহ, আইনজীবী এ বি এম রফিকুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। খন্দকার মাহবুব হোসেন তার বক্তব্যে বলেছেন, আসুন সময় হয়েছে এ মুহূর্তে আজকে বাংলাদেশে গণবিপ্লব ঘটিয়ে অবৈধ সরকারকে বৈধভাবে দেশ থেকে বিতাড়িত করি। মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের কথা হলো, মানুষের অধিকার ফিরিয়ে দিন। আমরা ভোটের অধিকার চাই, আমরা কথা বলার অধিকার চাই, আমরা নিজেদের মতো করে আমাদের ভবিষ্যৎ গড়ব। আমাদের অবস্থান পরিবর্তন করব।
Leave a Reply