মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪০০ ভূমিহীন ও গৃহহীন পবিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া মুজিব বর্ষের উপহার ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। ২৩ জানুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের দলিল হস্তান্তর করা হয়। ঘর গুলো হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.রিয়াজ উদ্দিন।ভূমিহীন ও গৃহহীন ওই পবিবার গুলো নতুন ঠিকানা পেয়ে স্বপ্ন দেখা সেই প্রধানমন্ত্রী উপহার দেওয়া বাড়ি পেয়ে অনেক আনন্দিত ।এক একটি বাড়ী যেনো একটি পরিবারের স্বপ্ন ছিলো আর সেই সপ্্ন পুরোন হলো আজ। অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষের মুখের হাসি যেন এক অনন্য দৃশ্য ছিল। প্রত্যেকটি পরিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,সহকারী কমিশনার (ভূমি)কানিজ আফরোজ,নবনির্বাচিত পৌর মেয়র মাহমুদ আলম লিটন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply