প্রেস বিজ্ঞপ্তি
রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ—অর্ধশত মানুষ আহত হওয়ার পাশাপাশি তাঁর লাশ কবর থেকে তুলে এনে প্রকাশ্যে পুড়িয়ে ফেলার মতো যে নৃশংস ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এটি শুধু একটি ব্যক্তি বা দরবারের বিরুদ্ধে হামলা নয়, বরং মানবিকতা, সামাজিক শৃঙ্খলা ও আইনের শাসনের ওপর নির্মম আঘাত। মৃতদেহ নিয়ে এমন অবমাননা সভ্য সমাজে অকল্পনীয় এবং এটি ধর্মীয়, নৈতিক ও মানবিক সব মূল্যবোধকে পদদলিত করে।
কোনো মতভেদ, বিশ্বাস বা অভিযোগ থাকলেও তার সমাধান আইনের পথে হওয়া উচিত। কিন্তু জনতার হাতে আইন তুলে নিয়ে সহিংসতা চালানো এবং মৃত ব্যক্তির মর্যাদা হরণ করার মতো ঘটনা আমাদের সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এ ঘটনায় আহত সাধারণ মানুষদের প্রতি আমরা গভীর সহানুভূতি জানাই এবং রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই—অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আমরা মনে করি, এই ধরনের বর্বরতা কোনো ধর্ম, কোনো সংস্কৃতি কিংবা কোনো মানবিক আদর্শ সমর্থন করে না। সহিংসতার বদলে সহনশীলতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষার সংস্কৃতি গড়ে তোলাই আজ সময়ের দাবি।
বার্তা প্রেরক
সীমা দত্ত
Leave a Reply