শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

ফলোআপঃ ঘোড়াঘাটে ছিনতাই হওয়া কার পীরগঞ্জে উদ্ধার আটক -১

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৯৩ বার পঠিত

এসএ মন্ডল/ শফিকুল ইসলাম শফি।- ১৩ মার্চ ভোরে দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে উপর্যুপুরী ছুরিকাঘাত করে ছিনতাই করা প্রাইভেট কারটি উদ্ধার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। বেলা সাড়ে ১২ টায় প্রাইভেট কারসহ পীরগঞ্জ উপজেলার ধুলগাড়ী নামক স্থান থেকে মোঃ কাউসার (২১) নামের ১ জনকে প্রাইভেট কার সহ আটক করতে সক্ষম হয়েছে পীরগঞ্জ থানা। ছুরিকাঘাতে আহত প্রাইভেট কার চালক লুৎফর রহমান (৩৫) এখন শংকামুক্ত। ।ঘোড়াঘাট হাসপাাতলের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, রোগী আপাতত আশংকা মুক্ত তবে তার উন্নত চিকিৎসা প্রয়োজনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে। আহত গাড়ি চালক লুৎফর রহমানকে ভোরে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছিল । মুল ঘটনাঃ গত ১২ই মার্চ/২১ খ্রি: শুক্রবার রাত ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে ঘোড়াঘাট পর্যন্ত ১০ হাজার টাকায় প্রাইভেট কারটি ভাড়া করে রওনা দেয় ৪ জন যাত্রীবেশী ছিনতাইকারী । যাত্রীদের মধ্যে ১ জনের পায়ে ব্যান্ডেজ থাকায় প্রাইভেট কার মালিক গাজীপুরে বসবাসরত গোবিন্দগঞ্জ উপজেলার জনৈক সাগর হোসেন নিজে ভাড়া ঠিক করে প্রাইভেট কার সহ ওই যাত্রীদেও প্রেরণ করেন।গাড়ীর নম্বর ঢাকা মেট্রো-ম-০০-৩৮৩। এদিকে কারটি ভোর ৪টার দিকে গোবিন্দগঞ্জ বন্দরে পৌছে কিছু সময় অবস্থান করে। এরপর প্রাইভেট কারটি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে পৌঁছিলে যাত্রীরা একটি শাখা রাস্তার দিকে সামনে বাসায় যাওয়ার কথা বলে। কারটি রানীগঞ্জ বাজারের দক্ষিণে রামেশ্বরপুর রব্বানী চৌধুরীর গভীর নলকূপের নিকট ভোর ৫টায় পৌঁছিলে যাত্রীরা প্রাইভেট কারটি থমিয়ে চালককে কার থেকে নামিয়ে উপর্যুপুরী ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থল থেকে ২০গজ দূরে গভীর নলকূপের ঘরে বসবাসরত মোনাইয়ের স্ত্রী অঞ্জলি চালকের চিৎকার শুনে ঘরের দরজা খুলে দেখতে পায় কয়েকজন লোক একজনকে উপর্যুপুরী ছুরিকাঘাত করছে। এসময় সে দৌড়ে পাশের গ্রামে গিয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে আসেন। ততক্ষনে যাত্রীবেশী ছিনাতাইকারীরা আহত চালককে রাস্তার পাশে ফেলে গেলে নতুন মডেলের প্রাইভেট কারটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা জনৈক ব্যক্তির ফোনে সশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলকে অবগত করা হলে চেয়ারম্যান সাহেব তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেন। (তথ্য আহত চালকের) এদিকে বিকেল সাড়ে ৩ টায় পীরগঞ্জ (রংপুর) থানার ওসি তদন্ত শাহীন তালুকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ঘোড়াঘাট থানা থেকে ইনফরমেশন পেয়েই পীরগঞ্জ থানা পুলিশ অভিযানে নামে এবং ছিনতাই হওয়া কারটি সহ ১ একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com