মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুর ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায়, গরীব ও দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া কম্বল অসহায় ছিন্নমুল মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে পৌঁছে দেন ফুলবাড়ী উপজেলার ইউএনও রিয়াজ উদ্দিন। ২০ জানুয়ারি বুধবার রাত ১০টা থেকে ১২.৩০মিনিট পর্যন্ত গভীর রাতের প্রচন্ড শীত উপেক্ষা করে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের টাওয়ারের মোড়, ডাঙ্গা, হাজির মোড়, পেঙ্গা পাড়া, পুরাতন বন্দর, পাটনি পাড়াসহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষদের খুঁজে খুঁজে সরকারি কম্বল বিতরণ করা হয়। রাত ১২.৩০ মিনিটে আল হুদা বালিকা কওমী মাদ্রাসায় এতিম ও অসহায় শিক্ষার্থীদেরও কম্বল পৌঁছে দেন ইউএনও রিয়াজ উদ্দিন । এভাবেই শহর ও শহরের আশপাশ ঘুরেছেন মধ্যরাত পর্যন্ত। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ফুলবাড়ী উপজেলার ইউএনও নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি। কম্বল বিতরণ শেষে ফুলবাড়ী উপজেলার ইউএনও বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাই এসব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া কম্বল গুলো সঠিক জায়গায় পৌঁছে দিতে এই প্রচেষ্টা। বাড়ছে ঠান্ডা জনিত রোগব্যাধি। এই প্রচন্ড শীতের রাতে কুয়াশায় ঢাকা অন্ধকারে নিজেই কষ্ট করে অসহায় মানুষের কাছে সরকারি অনুদান শীতের এই কম্বল নিজ হাতে পৌঁছে দেওয়ার জন্য তার ভূয়সী প্রসংশাও করেছেন অনেকে। এসময় উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব, ইউপি সদস্য মোঃ রুহুল আমিন বাদল, ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম।
Leave a Reply