সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

ফুলবাড়ী উপজেলা পরিষদে র গাছ সমাচার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
  দিনাজপুর ফুলবাড়ী থেকে  মোঃ আশরাফুল আলম ।-দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৫০টির অধিক গাছ অতিপুরাতুন হওয়ায় গাছগুলি না কাটার কারণে সরকারি ভবনগুলি ঝুকির মধ্যে রয়েছে।
বর্ষাকাল এলে গাছগুলি ঝড়ে ভবনের উপরে হেলে পড়ে এতে ভবনগুলির ওয়াল ভেঙ্গে পড়ছে। এমনকি ভবনের উপরে গাছের ডাপালা পড়ে থাকায় ভবনগুলি শ্যাতশ্যাতে থাকায় ভবনের আয়ুষ্ককাল কমে যাচ্ছে। অপরদিকে গাছগুলি অতিপুরাতন হওয়ায় গাছের নিচের শিকড়গুলি ভবনের নিচে চলে যাছে এতে ভবনগুলি ফাঁটল ধরার সম্ভববনা রয়েছে। উপজেলা পরিষদের পানিষ্কাশনের ড্রেনগুলি ইতিমধ্যে গাছের শিকড়ের জন্য নষ্ট হয়ে গেছে। গাছগুলি কাটা না হলে ড্রেন নির্মাণ করা সম্ভব নয়। বিআরডিবি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের অফিসের পিছনে ড্রেন না থাকায় বর্ষাকালে হাটুজল জমা হয়। এতে ভবনগুলির নিচের ক্ষতিগ্রস্থ হচ্ছে। এবিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমাল এর সাথে কথা বললে তিনি জানান, সরকারি গাছ আমার কাটার কোন অধিকার নাই, তবে সরকারি বিধি মোতাবেক যেহেতু উপজেলা পরিষদের ভবনগুলির ক্ষতি হচ্ছে বিষয়টি জেলা প্রশাককে অবগত করতে পারি। তবে গাছগুলি কাটা অতি প্রয়োজন। এই পুরাতন গাছগুলি কেটে ফেলা হলে ঔষুধী, ফলজ, বনজ গাছ লাগালে উপজেলা সৌর্ন্দয্য বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com