শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত থেকে দেড় লক্ষ টাকার মাদকসহ ১ ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩০০ বার পঠিত
মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউপির ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনস্থ রুদ্রানী বিওপি’র মোঃ আমির হোসেন এর নেতৃত্বে জয়ন্তী আদিবাসীপাড়া রাস্তায় উৎপেতে থেকে মোঃ সোহেল রানা (৩৬) কে ১,৬৯,২১০/- টাকার মাদক সহ একটি মটর সাইকেল আটক করেন বিজিবি। গত ১৪ই মার্চ আনুমানিক ১১.২০ ঘটিকায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় রুদ্রানী বিওপি’র নায়েক সুবেদার মোঃ আমির আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩০২/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়ন্তী আদিবাসীপাড়া রাস্তার উপর হতে ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির ঝাঝিরা গ্রামের মোঃ আনছার আলী সরকার এর পুত্র মোঃ সোহেল রানা (৩৬) কে ৬৯ পিস ভারতীয় ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও মাদক বহনকারী ১টি মটর সাইকেল সহ বিজিবি টহল দল আটক করেন। আটক কৃত মাদকের মূল্য ১,৬৯,২১০/- টাকা। উল্লেখ্য ব্যক্তি ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক নিয়ন্ত্রন কারী। ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক বহুদিন ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আলামত সহ উক্ত আসামি কে আটক করতে সক্ষম হন। ফুলবাড়ী বিজিবি গত ১৪ই মার্চ মাদক ব্যবসায়ী সোহেল রানা কে ফুলবাড়ী থানা সোপদ্য করেন। এ ঘটনায় রুদ্রানী বিওপি’র নায়েক সুবেদার মোঃ আমির আহম্মেদ বাদি হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ১৪, তারিখ- ১৫/০৩/২০২১ ধারা- ২০১৮সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর ১৪(খ)/১০(ক)। এই বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোঃ শরীফউল্লাহ্ আবেদ (এসজিপি) এর সাথে গতকাল সোমবার কথা বললে তিনি জানান নিরাপত্তা গোয়েন্দার গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রানী বিওপি’র টহল দল তাকে মাদকসহ এবং মাদক বহনকারী গাড়ীসহ তাকে আটক করে। উক্ত মাদক ব্যবসায়ী এলাকার একজন কুখ্যাত মাদক চোরাকারবারী। তাকে আটক করতে গিয়ে আমাদের বিজিপি’র উপর চড়াও হয়। তারবিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com