বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চোরতন্ত্র উচ্ছেদ করতে পারলে  দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে রংপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগ সমিতির মানবন্ধন পার্বতীপুর মডেল থানার ওসি হিসেবে পদায়িত হলেন আব্দুল্লাহ আল মামুন ফুলবাড়ীতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস চার দফা দাবিতে ঘন্টা ব্যাপী  মানববন্ধন রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী  বাল্যবিবাহের হার বেশি রংপুরে চাঁদাবাজি ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে  রংপুরে  বৈষম্য বিরোধী ১৬ নেতার পদত্যাগ  ঘোড়াঘাটে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার বিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারণা মূলক কার্যক্রম

বগুড়ার শেরপুরে জমি বিক্রিতে রাজী না হওয়ায় শিমের জাংলা ভেঙ্গে হালচাষের অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- পাশের জমিটি পছন্দ হওয়ায় ক্রয় করতে প্রস্তাব দেয়, কিন্তু ওই জমি বিক্রয় করতে রাজী না হওয়ায় মালিকের সীমের জাংলা ভেঙ্গে দখলপূর্বক হালচাষের অভিযোগ উঠেছে। ঘটনাটি ১২ ডিসেম্বর রবিবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকায় ঘটে। এ বিষয়ে শেরপুর থানায় নিজের ছেলে ও নাতিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী জমির মালিক।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামের মৃত ইজার উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন পাইকপাথালিয়া মৌজার জেএল নং ১৪০, খতিয়ানে ২২৯/৯৯২ হাল দাগ ১৩১৯ এ ১৯ শতক জমিতে বিভিন্ন প্রকার সবজি আবাদ করে আসছিল। এবারও ওই জমিতে সিমের আবাদ করে। ওই জমিটি কিনে নিতে দীর্ঘদিন ধরে তারই ছেলে মো. মকবুল হোসেন ও তার নাতী সোহেল রানা ও সুমন মিলে চাপ দিয়ে আসছিল। কিন্তু তাদের প্রস্তাবে সিরাজ উদ্দিন রাজী না হওয়ায় গত ১২ ডিসেম্বর রবিবার বিকালে ওই জমি বেদখল দিতে হালচাষ করে তারই ছেলে-নাতিরা। এসময় বিবাদীরা ওই জমিতে লাগানো সিমের জাংলার কিছু অংশ ভেঙ্গে ফেলে। এ ঘটনায় সিরাজ উদ্দিন বাদী হয়ে ছেলে ও নাতিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com