সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

বগুড়ায় ছিনতাই চক্রের ১১ সদস্য গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৫৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়া জেলা সদরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ১১ ব্যক্তিকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ১২ এপ্রিল সোমবার রাতে তাদের শহরের সদর ফাঁড়ি, নারুলী ও ষ্টেডিয়াম ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।১৩ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বগুড়া সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, রমজান ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারীদের দৌরাত্ম রুখতে সন্ধ্যা থেকে রাত অবধি অভিযান চালানো হয়। এতে চাকু, রড, চাপাতিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জনের বিরুদ্ধে পুর্বের ছিনতাই ও মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- নারুলী মধ্যপাড়া এলাকার সোহাগের পুত্র মোহাম্মদ রুবাই (১৯), একই এলাকার রশিদের ছেলে মোহাম্মদ রায়হান (২০), নূর আলমের ছেলে সোহেল রানা (২০), আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আজিজ (২২), ও মৃত জাবুল প্রামাণিকের ছেলে মোহাম্মদ আশরাফ (২০), আকাশতারা এলাকার ভেটু মন্ডলের ছেলে রঞ্জু মিয়া (১৯),উত্তর চেলোপাড়া এলাকার দুলালের ছেলে মোহাম্মদ সাদ্দাম(২৬) ও বাটু ব্যাপারীর ছেলে আব্দুল জব্বার (২০), মালগ্রাম দক্ষিণপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২), ফুলবাড়ী দক্ষিণ পাড়া এলাকার আশরাফ আলীর ছেলে মোহাম্মদ রাফি (২৮) এবং আদমদীঘি উপজেলার মৃত আলিমুদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩২)। এ প্রসঙ্গে বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com