শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৬ বার পঠিত

বগুড়া প্রতিনিধি।- বগুড়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাহজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের ক্ষিতিশ দাসের ছেলে কালিদাস (৭০), শেরপুর পৌর শহরের গোসাইপাড়ার গিরেন মহন্তের ছেলে সুদয় মোহন্ত(৪২), টাউনকলোনী এলাকার মৃত নাদু মন্ডলের ছেলে মো হারেজ(৪৩) ও ধুনট উপজেলার আনারপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ জামাল (৩৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা শেরপুরের দিকে যাচ্ছিল। মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে স্পিডব্রেকারে ব্রেক করলে পেছন দিক থেকে আসা গাইবান্ধাগামী একটি শাওন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৬৩৯৭) সজোরে ধাক্কা মারে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় অটোরিক্সা। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। অপর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে। এ বিষয়ে শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com