শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৬: আহত ১৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৬ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৬জন নিহত হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার ভোর পৌণে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো, এস আর পরিবহনের চালক বগুড়ার শেরপুর পৌর এলাকার গোসাইপাড়ার মৃত মনিন্দ্রনাথের ছেলে বাবলু সাহা বাঘা (৫৫), ট্রাক চালক খুলনার সাদ্দাম হোসেন (৫০) যাত্রী শেরপুর উপজেলার ধনকুন্ডি গ্রামের রজব আলীর ছেলে ইদ্রিস আলী (৪৮), মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মৃত মিঠু শেখের ছেলে আকতার হোসেন (৫৫)। অপর একজন নারী ও পুরুষের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী এসআর ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ-১৪-৬০৯৯) উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৩-০০৫৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন মারা যান। বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com