দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শেখ হাসিনা মানে উন্নয়ন উল্লেখ করে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে বলে আজ দেশে শিক্ষার হার বেশি। আর শিক্ষিত জাতি পারে একটি দেশকে উন্নত করতে। তিনি বলেন, প্রত্যন্তগ্রামাঞ্চল থেকে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যূতের উন্নয়ন হওয়ায় দেশের মানুষের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামাত খাতা কলমে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রীজ নির্মান ও সংস্কার দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে। বিএনপি জামাত নেতাদের ভাগ্যের উন্নয়ন হলেও, দেশ ও সাধারন মানুষের কোন উন্নয়ন হয়নি। ফলে দেশ তলাবিহিন ঝুড়িতে পরিনত হয়েছিল। সেই তলাবিহীন ঝুড়ির দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পন্ন ভাবে গড়ে তুলেছে। অভাব এদেশ থেকে পালিয়ে গেছে। মানুষ শান্তিতে আছে। মানুষের জীবনমান উন্নত হয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
৩০ মে সোমবার ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর বাজার দাখিল মাদ্রাসার চারতলা ভীতসহ চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৩ কোটি টাকা ব্যয়ে শংকরপুর ইউনিয়নের পাঁচকুড় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতসহ চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোমেনুল হক, দিনাজপুর শিক্ষাপ্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীনুর ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মতিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, শিক্ষাপ্রকৌশলী অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন শাহ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল সরকার, সাধারন সম্পাদক ইসাহাক চৌধুরী, ৯নং আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আস্করপুর ইউনিনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, শংকরপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ফয়সাল হাবিব সুমন, সদর ওসি মোজাফফর হোসেন প্রমুখ।
Leave a Reply