রাভী আহমেদ।- নববর্ষ ২০২১ সালের ১জানুয়ারী শুক্রবার বাদ আছর বজ্রকথা সংবাদপত্রের নতুন কার্যালয়ের দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন,বজ্রকথা উপদেষ্টা পরিষদের সদস্য একে এম আমিনুর রহমান,আসাদুল্লাহেল গালেব শিবলী, এ্যাড সন্তোষ কুমার সরকার, সাংবাদিক আমিনুর রহমান,অবঃ নৌ কর্মকর্তা গোলজার হোসেন, জাগোবাহে ২৪. কম এর চেয়ারম্যান রানা জামান পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্পাদক আসিয়ার রহমান মাষ্টার, কবি লুৎফর রহমান সাজু, সাংবাদিক অমিতভ বর্মন, মোঃ বেলায়েত হোসেন, রেজাউল করিম, মোসফিকুর রহমান পল্টন, আশিকুর রহমান মাষ্টার,পুজা উদযাপন কমিটির আহবায়ক সুনীল কুমার পাল,ব্যবসায়ী বাবু আনন্দ কুমার মহন্ত,আনারুল ইসলাম,খুরশিদ আলম খান,রুহুল আমিন সরদার,পল্লব খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোওয়া পরিচালনা করেন মাওঃ আব্দুস ছাত্তার । পরে সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply