দিনাজপুর( ফুলবাড়ী) থেকে মোঃ আশরাফুল আলম ।- দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির চত্বরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ ১৩টি গ্রামের ৪হাজার গ্রামবাসী ক্ষতিপুরনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন।
বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায়ে গত ০৫/১১/২০২৩ইং তারিখে ব্যবস্থাপনা পরিচালক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লি: পার্বতীপুর, দিনাজপুর কে আমরা ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা লিখিতভাবে অভিযোগ করি। গত ২২/০১/২০২৪ইং তারিখে আবারও লিখিতভাবে অভিযোগ করি।
গত ১২/০২/২০২৪ইং তারিখে খনি কর্তৃপক্ষকে সময় দেওয়া হলেও তারা তোয়াক্কা করেন নি। এরপর আবারও ২২/০৮/২০২৪ এবং ০৮/০৯/২০২৪ইং তারিখে লিখিতভাবে অবগত করা হয়।আমাদের ৬দফা দাবীসমূহ এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। বড় পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ের বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল বিরোনী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী হোসেন, সহ-সভাপতি মোঃরবিউল ইসলাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আল বেরনী, হামিদপুর সহ- সাধারণ সম্পাদক সাতার ইকবার নয়ন, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুর রহমান বাচ্চু, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, হোসেন আলী, মহারাজ, মেনহাজুল ইসলাম, আব্দুর রশিদ মন্ডল, বিপ্লব হোসেন ও মমিদুল ইসলাম ও এবং তোফাজ্জাল হোসেন, বাবু , মফিজুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওযা যায় নি। আয়োজনে ছিলেন, বড়পুকুরিয়া কয়লাখনি খনি ক্ষতিগ্রস্থ বাস্তবায়ন কমিটি। আগামী ২০ দিনের মধ্যে দাবী মেনে না নিলে খনি ঘেরাও করা হবে।
Leave a Reply