রংপুর প্রতিনিধি।- দীর্ঘ সাত বছরেও রংপুরের বদরগঞ্জ উপজেলার ছহিরনেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধের সমাধান হয়নি।করোনা পরিস্থিতিতে সেই বিরোধ তুঙ্গে উঠে। বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে প্রতিপক্ষ মাঠ দখলে নিয়ে চাষাবাদ করছে। এই অবস্থায় শিক্ষকরা বিদ্যালয়ে ঢুকতে না পেরে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি বাড়িতে দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছেন। এনিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে বিদ্যালয়টির জমি নিয়ে বিরোধ সমাধান না হওয়ায় ওই বিদ্যালয়ের সব শিক্ষকের বেতন-ভাতা মার্চ মাস থেকে বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন বদরগঞ্জ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট।স্থানীয়রা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিগত ২০১১ সালে ৩৩ শতক জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে জাতীয়করণ হওয়ার পর থেকে বিদ্যালয়টির জমি নিয়ে বিরোধ শুরু হয়। করোনা শুরুর পর বন্ধ থাকার সুযোগে বিদ্যালয়ের মাঠ দখলে নিয়ে প্রতিপক্ষ চাষাবাদ করছে। আরো জানা যায়, বিদ্যালয়ের নামে ৩৩ শতক জমি লিখে দিয়ে এলাকার আফরোজা বেগম সেখানে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পান। তাঁর মা ছহিরন নেছার নামে বিদ্যালয়টির নামকরণ হয়। ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয় আফরোজার স্বামী সফিয়ার রহমানকে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৬৫। শিক্ষক চারজন। বিরোধের জন্য পরিত্যক্ত হওয়ায় টিনশেডের তৈরি বিদ্যালয়ের কক্ষগুলোর জরাজীর্ণ অবস্থা এখন। বিষয়টি দেখা দরকার।
Leave a Reply