শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

বদরগঞ্জে সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে দোকানে চুরি: আটক ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- রংপুরের বদরগঞ্জে একটি তৈরি পোশাকের দোকানের তালা ভেঙে এক লাখ ৪১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানের সিসি ক্যামেরার হার্ডডিস্ক ও মনিটর খুলে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় পুলিশ আজহারুল ইসলাম নামে এক নৈশ প্রহরীকে আটক করেছে। ১৩ মার্চ/২১খ্রি: শনিবার ভোরের দিকে পৌর শহরের বদরপীরের মাজার সংলগ্ন সিয়াম ফ্যাশন নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শনিবার সকালে দোকানের মালিক কামরুজ্জামান বাড়ি থেকে এসে দোকান খোলার সময় দেখতে পান সাটারের একটি অংশের তালা কাটা। ভেতরে ঢুকে দেখেন দোকানের কাপড় ঠিক আছে। কিন্তু সিসি ক্যামেরার হার্ডডিস্ক, মনিটর ও গোপন স্থানে রাখা এক লাখ ৪১ হাজার টাকা নেই। বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুশীল আগরওয়ালা বলেন, চোরেরা ওই ব্যবসায়ীর খুব পরিচিত এবং কাছের। তাছাড়া দোকানে টাকা যে আছে, চোরের দলের তা জানার কথা ছিল না। বিষয়টি দুঃখজনক। বদরগঞ্জ পৌরসভার মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে গত এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গরু, সেচ পাম্প ও মোটরসাইকেল চুরি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে তিনি মনে করেন। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, চুরির ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের পাহারাদার আজহারুলকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com