ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধায় বন্যার পানিতে সাঁতরে বন্যার্তদের ত্রাণ সংগ্রহ করতে দেখা গেছে। যারা ত্রাণ সংগ্রহ করেছেন তারা সবাই বন্যা কবলিত ক্ষুধার্ত।
লাল-সবুজ সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণের খরব পেয়ে গলা পানি সাঁতরে খাবার সংগ্রহে ছুটে এসেছেন এসব বন্যার্তরা।
সোমবার (১৫ জুলাই) দুপুরের দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নামাপাড়া চর, বাজে ফুলছড়ি চরসহ বিভিন্ন চরাঞলে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ওই সংগঠনের কর্মীরা।
এ কার্যক্রমে শতাধিক পরিবারের মাঝে চিড়া, গুড়, খাবার স্যালাইন, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মানব কল্যাণ সংগঠনের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম, লিংকন আহমেদ, মোনারুল, বেলাল, আলিম, নয়ন, হাসিব, নাহিদ, সুমাইয়া, রিয়া, জান্নাত তোসা, পূর্ণিমা এবং রংপুর টিমের সদস্যসহ আরও অনেকে। খাবার নিতে আসা বৃদ্ধা আমেনা বেগম বলেন, এবারের বন্যায় প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি হয়ে আছি। কিন্তু কোনো জনপ্রতিনিধি আমাদের এখানে আসেনি। আজ এই খাবার টুকু পেয়ে অনেকটা ভালো লাগছে। ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজকরা বলেন, আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে তা বন্যা দুর্গতদের মাঝে বিলিয়ে দিয়েছি। এরকম সেবামূলক কাজ আগেও করেছি, আগামীতেও করব।
Leave a Reply