বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও স্মরকলিপি প্রদান মুক্তি পেয়েছে রেজাউল করিম জীবনের লেখা গানের মিউজিক ভিডিও মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন বাংলাদেশের সংস্কৃতির প্রেমে পড়েছিলেন পীরগঞ্জে আবার ওভারব্রিজের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রকৃতি ও ফ্যাশনের মিশেলে রেনো১৩ সিরিজের স্মার্টফোন আনছে অপো পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক কাজী ওয়াহিদুন নবী সালামী’র ইন্তেকাল পার্বতীপুর সমিতি ঢাকা’র কমিটি গঠিত প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে  চুক্তি সই করেছে এশিউর গ্রুপ সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত রংপুরে আবাসনখাতে সরকারের প্রায় হাজারকোটি টাকার রাজস্ব ফাঁকি 

বাংলাদেশকে সুস্থভাবে গড়ে তুলতে হলে দরকার সুস্থ মানুষ- প্রধানমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৩৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ১১ মার্চ /২১ খ্রিঃ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেশের পাঁচটি বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’-এর কার্যক্রম উদ্বোধন করেছেন।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে অংশ নিয়ে ৭০টি ‘কমিউনিটি ভিশন সেন্টার’-এর কার্যক্রম উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ’৯৬ সালে ক্ষমতায় আসার পর জাতির পিতার সোনার বাংলা গঠনে হাত দিই। তখন সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করি। ফলে গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা পায়। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। তিনি বলেছেন ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি। কমিউনিটি ভিশন সেন্টার তারই একটি। এর মাধ্যমে চক্ষু সেবা সারা দেশে পৌঁছে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় চালু করা হবে এই সেন্টার। কমিউনিটি ভিশন সেন্টারে অনলাইনে সেবা গ্রহণ করে ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে জনগণ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু আজকে আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়নের এক ধাপ উপরে উঠে এসেছি। টানা ক্ষমতায় থাকার ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ আমার প্রতি আস্থা রেখে বারবার ক্ষমতায় এনেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।বাংলাদেশকে সুস্থভাবে গড়ে তুলতে হলে দরকার সুস্থ মানুষ। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণ সেবা পাচ্ছে। প্রান্তিক মানুষ যাতে বিনামূল্যে চোখের চিকিৎসা পায় সে জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেছেন, দেশের সব উপজেলায় আমরা চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেব। আওয়ামী লীগ সরকার আধুনিকায়নের মাধ্যমে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে সমর্থ হয়েছে। আরও ১১০টি ভিশন কমিউনিটি সেন্টার স্থাপনের বিষয়ে চিন্তা করছি। সে পদক্ষেপও আমরা নিচ্ছি। চক্ষু রোগীদের চোখে ছানি পড়া, গ্লুকোমা, কোমা বা ডায়াবেটিস, রেটিনোপ্যাথি বা শিশুর চোখে আঘাতজনিত চিকিৎসা, পাওয়ার চশমার ব্যবস্থাপনা সরকারিভাবে দেওয়ার উদ্যোগ নিয়েছি।তিনি করোনা থেকে সুরক্ষা পেতে টিকার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মানাসহ টিকা নেওয়ার সময় অবশ্যই নিবন্ধন করার কথা বলেন।এ ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবানও জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম বিষয়ে একটি ভিডিও তথ্যচিত্রও পরিবেশিত হয়। এরপর প্রধানমন্ত্রী রংপুরের পীরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় স্থানীয় প্রশাসন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার শ্বশুর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার সাথে যুক্ত হয়ে স্থানীয় সুবিধাভোগী এক নারীর সঙ্গে মতবিনিময় করেন। উপকারভোগী নারী জানান, ‘প্রধানমন্ত্রী আমাদের এখানে কোনো চক্ষু চিকিৎসা সেবা ছিল না। এখন উপজেলা কমিউনিটি ক্লিনিকের ভিশন সেন্টারে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি সেবা পেয়েছি। সরকারিভাবে ওষুধপত্র, ড্রপ ও চশমা পেয়েছি। আমার স্বামীরও চোখের সমস্যা ছিল। রংপুরে অপারেশন করে তার চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন সুস্থ। আমরা ভালো আছি।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি খুব খুশি হলাম যে আপনারা উপকার পাচ্ছেন। এতেই আমি খুশি, এতেই আমার আনন্দ। প্রধানমন্ত্রী ওই উপকারভোগীকে প্রশ্ন করেন আরও কিছু বলতে চান? জবাবে উপকারভোগী বলেন, হ্যাঁ বলতে চাই- আমাদের এখানে চক্ষু চিকিৎসার যেন আরও বেশি সুযোগ-সুুবিধা দেওয়া হয়। তখন প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই আমি সেই ব্যবস্থা করব। শ্বশুরবাড়ি বলে কথা। একটু বেশি কথা শুনতেই হয়। এ সময় পীরগঞ্জ প্রান্তে উপস্থিত সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কথায় হাততালি দেন। পীরগঞ্জ প্রান্তে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com