বুধবার, ০৭ মে ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বাংলাদেশ তাঁতী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিক সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৯৯ বার পঠিত

মো. ইউসুফ আলী, দিনাজপুর।- আগামী ১৯ মার্চ ২০২২ বাংলাদেশ তাঁতী লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে দিনাজপুরে জেলা, শহর ও সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শুক্রবার বিকেল ৫ টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাঁতী লীগের এই প্রস্তুতি মুলক সভায় সভাপতিত্ব করেন তাঁতী লীগ দিনাজপুর জেলা শাখার আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আলাল। প্রস্তুতি মূলক সভায় জেলা শাখার সদস্য সচিব মো. সামসুল হুদা শান্ত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, অন্যতম সদস্য সৈয়দা সুলতানা ফেরদৌসি, মোকাররম হোসেন, শহর তাঁতী লীগের আহবায়ক আবুবক্কর সিদ্দিক রোমান, সদস্য সচিব মো. হুমায়ুন কবীর, সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক এস এম আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক ইয়াসিন আলী, সিরাজুল ইসলাম, সদস্য সচিব তৈয়বুর রহমান, পৌর শাখার ১নং ওয়ার্ডের আহবায়ক ইমরান হোসেন, ২ নং ওয়ার্ডের আহবায়ক টিমু চন্দ্র দাস, ১১ নং ওয়ার্ডের আহবায়ক আরিফ হোসেন, ১ নং ইউপি’র সদস্য সচিব নিত্য নন্দ কর্মকার, ৬ নং ইউপি’র আনোয়ারুল ইসলাম, গোলাম ইফতেখার বাবু, ৯ নং ইউপি’র মনোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি ফরিদুল ইসলাম, সহ-সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রব সোহেল, বিরামপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মোস্তফা জামান প্রমুখ।

উক্ত প্রস্তুতি মূলক সভায় তাঁতী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে তাঁতী লীগ। এর মধ্যে রয়েছে সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ৭ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিকেল ৩ টায় আলোচনা সভা, ৪ টায় কেক কাটা ও ৫ টায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালী। এছাড়াও প্রস্তুতিমূলক সভায় ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com