বজ্রকথা প্রতিনিধি।-বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সদস্য মোঃ তারিকুল ইসলামের ৫৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভার শেষে তারিকুল ইসলাম এর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় শাখার উপদেষ্টা ও বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা । আওয়ার বাংলাদেশ পত্রিকার রংপুর জেলার ব্যুরো প্রধান, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন । মাসিক তুবা সংবাদ পত্রিকা প্রকাশক ও সাধারন সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব সহ সকল সদস্যবৃন্দরা ।
১৫ অক্টোবর ১৯৭০ সালে এই পৃথিবীর আলো দেখেন জাতীয় দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম । মঙ্গলবার (১৫ই অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় শুভ জম্মদিন উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাবের হলরুমে কেক-কাটা ও আলোচনা সভার বক্তব্য রাখেন যুগের আলো পত্রিকার প্রতিনিধি ও আলোর সংবাদ ডটকম এর সম্পাদক আব্দুল করিম সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মোস্তাফা জামান, হানিফ মিয়া, আকুল মিয়া, সাত গড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন প্রমুখ ।
কবি সুলতান আহমেদ সোনা বলেন, সাংবাদিক তারিকুল ইসলাম একজন সজ্জন ব্যক্তি, তাঁর অসাধারণ লেখনীর কারণে তিনি সাংবাদিকতা জগতে কুড়াতে পেরেছেন মান, যশ ও খ্যাতি। তিনি মানুষের বিপদ আপদে সবার আগে ছুটে চলেন, তাঁর মাধ্যমে প্রতিনিয়ত মানুষের কল্যাণ সাধিত হয়। তারিকুল ইসলাম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এত সুন্দর একটি আয়োজনের জন্য বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলার শাখার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, তারিকুল ইসলাম শুধু চাঁদনী বাজার পত্রিকায় ছিলেন না, তিনি আরো বেশ কিছু পত্রিকায় ছিলেন, পীরগঞ্জ উপজেলার প্রতিনিধি সাংবাদিকতার অভিভাবক। তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ থেকে অনেক পেশাদার সাংবাদিক প্রথম সাংবাদিকতার পাঠ নিয়েছেন । তারিকুল ইসলাম বলেন আমার প্রতি আপনাদের এই ভালোবাসা আমার আগামী পথচলাকে আরো গতিশীল করবে। যেকোনো প্রয়োজনে তিনি সংগঠনের পাশে থাকারও প্রতিশ্রুতি প্রদান করেন। আমি বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে আছি এবং বাকী জীবন এই ক্লাবে কাটাবো ইনশাল্লাহ ।
Leave a Reply