মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

বানর দেখতে নবাবগঞ্জে মানুষের ভীড়

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৫৮ বার পঠিত
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- নবাবগঞ্জ উপজেলা এলাকায় বানরের বিচরণ দেখতে উৎসুক জনতা ভীড় করছে।বানরটি যেখানে যাচ্ছে সেখানেই তাকে দেখতে জনতা ভীড় করছে। বানরটি কোথা থেকে কিভাবে এসেছে তা কেউ বলতে না পারলেও স্থানীয়রা বলছে গত ২/৩দিন ধরে বানরটি নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ও মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিচরণ করে বেড়াচ্ছে। বন বিভাগ ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা
নুরুল ইসলাম জানান গত শনিবার বানরটির অবস্থান ছিল দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর নামক স্থানে। রবিবার ১৬ অক্টোবর সেটি চলে যায় মাহমুদপুর ইউনিয়নের ছাতিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের্ব জঙ্গলে। বানরটি যেখানেই যাচ্ছে উৎসুক জনতা তাকে খাবার দেয়া সহ দেখছে। আবার কেউ কেউ সেটাকে বিরক্তও করছে।
কেউ যেন বানরটিকে বিরক্ত করতে না পারে সেজন্য মাহমুদপুর ইউ,পি চেয়ারম্যান এক জন গ্রাম পুলিশকে নিয়োজিত করেছে।বানরটি তার অবস্থান পরিবর্তন করেই বিচরণ করে বেড়াচ্ছে। বন বিভাগ বিরামপুর রেঞ্জের বন কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান গত কয়েকদিন পূর্বে বানরটিকে তিনি বিরামপুর উপজেলার দিওড় নামক স্থানে দেখেছেন। তিনি বানরটিকে খাবার দিয়ে সেটিকে কেউ যেন বিরক্ত না করে সে ব্যাপারে সচেতন করেছেন। এরপর বানরটি চলে যায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে বর্তমানে উপরোক্ত এলাকায় বানরটি অবস্থান করছে। আশ্রয় এবং খাবার না পেয়ে বানরটি  এলকায় এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com