রংপুর প্রতিনিধি।-বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতৎপরতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ।
সোমবার দুপুরে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে মিছিলটি বের। বিক্ষোভ মিছিলটি চাউল আমোদ রোডস্থ মহানগর শ্রমিকলীগের কার্যালয় থেকে শুরু করে কাচারি বাজার হয়ে রংপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে মিলিত হয়। পরে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এসময় আরও বক্তব্য রাখেন, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাখাওয়াত হোসেন, জাকির হোসেন চৌধুরি কাঞ্চন, শ্রমিক নেতা রোনাচুর জামান মিন্টু, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন বিটুল, মহিলা নেত্রী নুপুর রহমান, শুকতারা, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাহার বেগমসহ জেলা ও মহানগর শ্রমিকলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply