রবিবার, ১৮ মে ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিরামপুরে ইস্টইন্ডিয়া কোম্পানির সীমানা পিলার উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

  বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুরে  ১৮১৮ সালের ইস্টইন্ডিয়া কোম্পানির তৈরি একটি সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ ১৮১৮ সালের ইস্টইন্ডিয়া কোম্পানির তৈরি ওই পিলারটি উদ্ধার করে।

উদ্ধারকারী অফিসার বিরামপুর থানার এসআই তুহিন বাবু জানান, বিরামপুর পৌর এলাকার জোলাগাড়ী মহল্লার লুৎফর রহমানের পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা বস্তায় মোড়ানো একটি সিমানা পিলার তুলে আনে। খবর পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ওই সীমানা পিলার উদ্ধার করেছে। পিলারের গায়ে ইংরেজিতে ১৮১৮ সন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা আছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ২০০ বছর আগের ইস্টইন্ডিয়া কোম্পানির তৈরি সীমানা পিলারটি। প্রাচীন প্রত্নতত্ব হিসেবে উদ্ধার করা তামার তৈরি সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com