বিরামপুর(দিনাজপুর) থেকে মো: আবু সাঈদ।- দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ফরিদুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়িকে আটক করেছে।
আটক ফরিদুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর উপরজলার ৫নং বিনাইল ইউনিয়নের কুন্দন গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।১২ মার্চ শুক্রবার বিরামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল ফরিদুল ইসলাম(৪০) এর বাড়িতে অভিযান চালায়। এসময় তার নিজ বাড়িতে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ফরিদুল ইসলামকে আটক করে। এবিষয়ে ওসি মনিরুজ্জামান মনির জানিয়েছেন, ফরিদুল ইসলাম নিজ বাডিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও গাঁজা বিক্রি করত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলা নং-১৮, তাং ১২/০৩/২০২১ইং।
Leave a Reply