বিরামপুর(দিনাজপুর) থেকে মোরশেদ মানিক।- দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ উদ্বোধন হয়েছে।
গত ১১ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় বিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু। আমন্ত্রতিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পাপিয়া নাছরীন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সুধীজন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply