শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

বিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীকে মারপিটের অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৫৭ বার পঠিত

মো: আবু সাঈদ।- পূর্ব শত্রুতার জেরধরে জাহিদুল ইসলাম (৩৬) এবং স্ত্রী রুপছানা বেগম (৩০) কে দুর্বৃত্তদের মার-পিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যাক্তিরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের পূর্ব জগনাথপুর রেলস্টেশন কলোনিতে। গত ৭ মার্চ রবিবার হাসপাতালে গিয়ে আহত রুপছানা বেগমের সাথে কথা হলে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরধরে শনিবার দুপুরে তার স্বামীর দোকানের সামনে প্রতিবেশী মোস্তাফিজুর রহমান আবুর স্ত্রী মরিয়ম বেগম (৪০), এমদাদুল হকের স্ত্রী আমেনা বেগম (৩৫), সবুজ হোসেনের স্ত্রী আতছুরা বেগম (৩০), শাহীনের স্ত্রী লাভলী বেগম (২৫), আমিনুরের স্ত্রী বাছিরন বিবি (৪০) অকর্থ ভাষায় গালি গালাজ করে এবং তার উপর আক্রমন চালায়। মার ডাং করে।এ সময় তার স্বামী ও প্রতিবেশিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহত রুপছানা বেগমের স্বামী জাহিদুল ইসলাম জানিয়েছেন, তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে বাড়িতে প্রবেশ করার সময় কাশেমের মেয়ে কেয়া (২০), মফিলদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫০), মুকতার হোসেনের ছেলে লাভলু (২২), আলম হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২৩) এবং এমদাদুল হকের ছেলে আশিক (১৮) তাকেও মার ডাং করে; এমনকি দাঁত দিয়ে হাতে কামোড় দিয়ে রক্তাক্ত যখম করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com