বিরামপুর (দিনাজপুর) থেকে মোঃ আবু সাঈদ।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ময়নামোড় নামক এলাকায় ধানক্ষেত থেকে গত ২৩ নভেম্বর শনিবার সকালে বিষনি পাহান (৫৫) নামে এক নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের নারীর মরাদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।
মৃত বিষনি পাহান দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের স্বামী পরিত্যক্ত মৃত সাদন পাহানের মেয়ে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পার্শ্ববর্তী মাঠে ধানকাটা কাজ করতে দেখা যায়। পরে কাজ শেষে আর বাড়ি ফিরে আসেনি। অনেক রাত পর্যন্ত পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করেও তাঁকে খুঁজে পায়নি। শনিবার (২৩ নভেম্বর) সকালে পার্শ্ববর্তী ময়না মোড় নামক এলাকার একটি ধানক্ষেতে ঐ নারীর মরাদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিষনি পাহানের মরাদেহটি উদ্ধার করেন।
বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক বলেন, প্রাথমিক ধারনা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply