সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি শক্তিশালী -জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৯১ বার পঠিত

রংপুর প্রতিনিধি।-বিরোধী দল হিসাবে জাতীয় পার্টিকে শক্তিশালী উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, বিরোধী দল শক্তিশালী নয় প্রধানমন্ত্রীর এ মন্তব্যের সাথে আমরা একমত নই। জাতীয় পার্টিকে জনবিচ্ছিন্ন দল হিসেবে আখ্যায়িত করা হলেও আমরা তাদের চেয়ে জনগণের অনেক কাছাকাছি থাকি। জাতীয় পার্টির শাসনাআমলে দেশে সুশাসন ছিল, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারতো। শান্তি বিরাজ করতো। তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে জাতীয় পার্টি দেশের রাজনীতিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখে চলেছে।
রোববার বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। পরে মহানগর ও জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগদিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান আরও বলেন, করোনা মহামারীর পর দেশের অনেক মানুষ দরিদ্র হয়ে গেছে। তাদের খাদ্য নিশ্চিত করতে হবে। এজন্য দেশের মানুষকে মধ্যবিত্ত, নি¤œবিত্ত ও অতিদরিদ্র শ্রেণিতে ভাগ করে সপ্তাহিক ভিত্তিতে রেশনের ব্যবস্থা করতে হবে। এটি অব্যহত রাখতে হবে যতদিন পর্যন্ত না তাদের চাহিদা মিটছে।
জিএম কাদের বলেন, দেশে ঋণ নিয়ে মেগাপ্রকল্প তৈরী করা হচ্ছে। আমাদের রপ্তানী আয়ের চেয়ে অনেক বেশি আমদানী ব্যয় বেড়েছে। প্রতি বছর বিরাট অংকের ঘাটতি শুরু হলে রিজার্ভ এক বছরও চলবে না। ঋণের বোঝা, সুদ-আসল দেয়া নিয়ে দেশ সমস্যায় পড়তে পারে। তবে আমরা এখনই শ্রীলংঙ্কা হয়ে যাব তা বলছি না। যেহেতু ভবিষ্যত অনিশ্চিত তাই এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই।
জাপা চেয়ারম্যান বলেন, দেশে ধনী ও অতি ধনীদের সংখ্যা কম, তাদের হাতে জাতীয় আয়ের সিংহভাগ রয়েছে। আর দরিদ্রদের সংখ্যা অনেক বেশি, জাতীয় আয়ের তাদের অংশ সামান্য। আমাদের দেশে এই আয়ের বৈষম্যের মধ্যে মাথাপিছু গড় আয়কে দেখিয়ে তা উন্নতির চাবিকাঠি বলা যাবে না। গরীব মানুষ ক্রমান্বয়ে গরীব হচ্ছে, আর ধনীরা আরও ধনী হচ্ছে।
ইফতার মাহফিলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও রংপুর জেলার সহ-সভাপতি আজমল হোসেন লেবু, সহ-সভাপতি এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী প্রমুখ। এসময় সাবেক এমপি শাহানারা বেগম, কেন্দ্রীয় সদস্য ও মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা জাতীয় পার্টিও প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন, মহানগর যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, মহানগর ছাত্র সমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জেলা ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহবায় ইঞ্জিনিয়ার আল আমিন সুমনসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে প্রয়াত পিতা মকবুল হোসেন ও মাতা মজিদা খাতুনের কবর জিয়ারত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ সময় তার সাথে পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com