সোমবার, ১২ মে ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

বীরগঞ্জে অসহায় প্রতিবন্ধী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২২১ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। – দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অবহেলিত প্রতিবন্ধীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা। এক সময় এই প্রতিবন্ধীদের অভিভাবক- পরিবার সকলে একটি বোঝা মনে করত। সেখান থেকে আজকে প্রতিবন্ধীরাও রাষ্ট্রের অধিকারী এ অবস্থায় উপনীত করেছেন বর্তমান সরকার। সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা, প্রতিবন্ধী ভাতা সকল কিছু প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে মমত্ববোধ, আন্তরিকতা এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধ জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন তা ইতিপূর্বে কোন সরকার পালন করেননি। আজকে জাতিসংঘের অটিজমের উপরে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২৯তম আন্তর্জাতিক ও ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী এবং ভিক্ষুক, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষ্যে বীরগঞ্জ উপজেলায় ২২ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ১ লাখ ১০ হাজার টাকা ও ২ জন ভিক্ষুকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভার:) মো. নূর ইসলাম নূর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, উপজেলা সমাজসেবা অফিসার মো.সারোয়ার মোর্শেদ ও বীরগঞ্জ থানার কর্মকর্তা আব্দুল মতিন প্রধান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com