শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২০৮ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার বীরগঞ্জ ঢাকা টু পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে নারী ধর্ষণকারী, ভূমিদস্যু ও দুর্নীতিবাজ নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক সরকাকে অভিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক মো. আসলাম বলেন, দেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে তাতে কেবল একজন মা বা একজন বোন ধর্ষিতা হচ্ছেন তা কিন্তু নয়। ধর্ষিত হচ্ছে একজন মানুষ, ধর্ষিত হচ্ছে এই সমাজ। সাংস্কৃতিক চর্চার অনুপস্থিতি, রাজনীতির নামে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা, নারী বিরোধী প্রচারণা এবং মিথ্যার প্রসার ঘটায় নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই বিচার যে হয় সে সত্য প্রতিষ্ঠিত করতে হবে। বিচার হয় না বলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সদস্য সচিব মো. শাহিনুর ইসলাম বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে না পারলে এ ঘৃণ্য প্রবণতা রুখে দেওয়া যাবে না। বিচার ও শাস্তিতে দৃষ্টান্ত স্থাপন করা গেলে নারী নিপীড়ন বন্ধ করা যাবে। সেজন্য আমাদের সবাইকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক রহমত আলী, প্রভাষক আনিসুর রহামান আনিস, সকল ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের নেতা-নেতৃবৃন্দ, সকল ইউনয়িনের চেয়রম্যানগণ ও ইউপি সদস্য, স্বর্বস্তরের সাধারণ জনগন সহ সাংবাদিক সমাজ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com