মজিবর রহমান বাবু।- ৫ ডিসেম্বর ২০২০ শনিবার বিকেলে সেসিপ প্রকল্পের আওতায় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৪ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ২য় ও তয় তলার সম্প্রসারিত ভবনের উদ্বোধনকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এমপি গোপাল আরো বলেন, প্রাণঘাতী করোনা মহামারিতেও জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আগামীতে আগামী প্রজন্মের একটা সুন্দর অধ্যায়নের পরিবেশ সৃষ্টির জন্য আজকে সুদৃশ্য স্থাপনা বহুতল ভবন এগুলো তার নির্দেশনায় নির্মিত হচ্ছে। যার একটি বাস্তবায়ন হচ্ছে ।
বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন। স্বাধীনতার পরে আওয়ামী লীগের বাইরে যারা ক্ষমতায় ছিল তারা কখনোই দেশের অর্থনৈতিক মুক্তির কথা ভাবেননি। গরিব মানুষের কথা ভাবেননি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে অসহায় মানুষগুলির ঠিকানা প্রদান করেছেন। মুজিব বর্ষ উপলক্ষে আজকে প্রত্যেকটি গৃহহীন মানুষকে গৃহের সংস্থান করে দিয়েছেন। কোভিড-১৯ চলাকালীন একজন মানুষও অনাহারে নেই এবং তিনি এর প্রতিষেধক বিনামূল্যে বিতরণ এর দাবি করেছেন জননেত্রী শেখ হাসিনা। কাজেই প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষের আজকে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এস এম খালেক, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply