প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ১বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামীকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও অভিনব কায়দায় বীরগঞ্জ থানার এস আই আবু হাসনাত জামানের নেতৃত্বে এএসআই ওয়াদুদ, কনেস্টবল মামুন, শামীম ও বিপুল সহ একটি পুলিশ ফোর্স শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী উপজেলার নিজপাড়া ইউনিয়নের চকবানারশী গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে মকবুল হোসেনের ছেলে রুবেল ইসলাম (২৮)কে গ্রেফতার করা হয়। অন্যদিকে একইদিন এস আই আবু হাসনাত জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মৃত. শনু মিয়ার ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৫)কে গ্রেফতার করে শনিবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply