সোমবার, ১৯ মে ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

বেষ্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছেন পীরগঞ্জের কৃতি সন্তান রাজু

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৫৭ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- প্ল্যান্ট সাইন্সের অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের “বেষ্ট পেপার এ্যাঅ্যাওয়ার্ড -২০২১” পেয়েছেন (হাবিপ্রবি) শিক্ষক ড. মোঃ হাসানুর রহমান রাজু। প্ল্যান্ট ও সেল ফিজিওলজি জার্নালে ২০১৯ সালে প্রকাশিত গবেষণা পত্রটির জন্য জাপানের বৃহত্তর উদ্ভিদ বিজ্ঞানীদের সংগঠন “দি জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট” তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। উক্ত গবেষণা পত্রের মুল বিষয়বস্তু ছিলো-জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যাবহার করে উদ্ভিদের ভ্রুণ উৎপাদনে প্যারেন্টাল জিনের অবদান আবিস্কার। ড. মোঃ হাসানুর রহমান রাজু, পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের নিজকাবিলপুর গ্রামের মোঃ আব্দুল হানিফ ও মোছাঃ আনোয়ারা বেগম দম্পতির সন্তান। রাজু ৩ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। পীরগঞ্জের কৃতি সন্তান ড. মোঃ হাসানুর রহমান রাজু উপজেলার প্রত্যন্ত গ্রাম নজকাবিলপুর জন্ম গ্রহন করেন ১৯৮৮ সালে । ১৯৯৬ সালে টুকনিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী থানা পলাশবাড়ী ফাযিল মাদ্রাসা থেকে ২০০২ সালে মাধ্যমিক এবং পলাশবাড়ী সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন ২০০৪ সালে। ২০১১ সালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে সম্মানসহ মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। মেধাবী ড. রাজু হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে শিক্ষকতা দিয়ে কর্ম জীবন শুরু করেন। এদিকে, দি জাপানিজ সোসাইটি অব প্ল্যান্ট ফিজিওলজিস্ট তাদের অফিসিয়াল পেজ থেকে জানায় অ্যাওয়ার্ড কমিটি তাকে একটি সনদপত্র ও দুই লক্ষ জাপানিজ ইয়েন প্রদান করা হবে। জানা যায় জাপান প্রতিবছর প্ল্যান্ট সেল ও ফিজিওলজির বেষ্ট গবেষণাপত্রকে তারা এই সম্মননা প্রদান করে আসছে। ড. রাজু বর্তমানে হাবিপ্রবির উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। তিনি জাপানের টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বেষ্ট পেপার অ্যাওয়ার্ড মনোনীত হওয়ার পর ড. রাজুর অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, ” আমি আনন্দিত যে এটা আমাকে ভালো গবেষণা করতে অনুপ্রানিত করবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাওয়ার্ড প্রদান কমিটিকে। তিনি আরও জানান, ” বর্তমানে নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন নিয়ে কাজ করছেন। এছাড়াও আইভিএফ পদ্ধতিতে জিন সনাক্ত ও কার্যকারিতা বিশ্লেষণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বন্যা/ খরা সহিষ্ণ জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করার ইচ্ছা পোষণ করেন তরুন শিক্ষক ড. মোঃ হাসানুর রহমান রাজু ” ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com