রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। রোববার রংপুর মহানগরীর মর্ডাণ পূর্ব ঘাঘটপাড়া এলাকার মানিক মিয়া, নিউ জুম্মাপাড়ার মেরাজুল ইসলাম, পূর্ব শালবনের সাজ্জাত হোসেন ও পূর্ব গনেশপুরের মোসলেম উদ্দিন মিলনসহ রংপুরের নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান ও নগদ আর্থিক অনুদান প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় ও রংপুর মহানগর বিএনপির নেতারা।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার পৃথক পৃথকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহতদের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন বিএনপি নেতৃবৃন্দ। পরে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত এবং নগদ আর্থিক সহযোগিতা করেন। ভবিষ্যতে পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের আহবায়ক মিলন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা সালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শামিম মিয়া, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু প্রমুখ। এসময় রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার দুপুরে ঢাকা থেকে সড়ক পথে রংপুর আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহতদের বাড়িতে যান, পরিবারের সাথে কুশল বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন
Leave a Reply