মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারীদের হয়রানীর প্রতিবাদে ৪ দফা দাবি আদায়ের লক্ষে ফুলবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ৪ দফা দাবি আদায়ের লক্ষে ফুলবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বড়পুকরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমরা ১ হাজার শ্রমিক বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত রয়েছি। আমরা খেয়ে না খেয়ে ধুলা মাটি মেকে ভূগর্ভ থেকে কয়লা উত্তোলন করে আসছি। গত ৮ মাস ধরে করোনা ভাইরাসের কারণে প্রায় অর্ধেক শ্রমিককে কয়লা খনিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা অর্ধেক বেতন পাচ্ছেন। মানবেতর জীবন যাপন করে আসছে তারা। এছাড়া খনি কর্তৃপক্ষ মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। বাধ্য হয়ে আমরা ৪ দফা দাবি আদায়ের লক্ষে আন্দোলনে নেমেছি। ৪ দফা দাবির মধ্যে রয়েছে ১। বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োজিত সকল শ্রমিদের ভ্যাকসিন প্রয়োগ করে স্বস্ব কর্মস্থলে যোগ দান করতে হবে এবং প্রধান গেট খুলে দিতে হবে। ২। বড়পুকুরিয়া খয়লা খনিতে নিয়োজিত সকল শ্রমিকদের প্রফিট বোনাস সহ বকেয়া বেতন ভাতা, উৎসব ভাতা বোনাস প্রদান করতে হবে। ৩। বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োজিত সকল নেতাকর্মী ও শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে খনি কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম একথা বলেন। এসময় ১হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply