সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

ভারতের দেয়া উপহার টিকা গ্রহণ করেছেন বাংলাদেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ২৬৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- গত ২১ জানুয়ারী ২০২১ বৃস্পতিবার বন্ধুত্বের স্মারক হিসেবে ভারত বাংলাদেশেকে টিকা পঠিয়েছে। ভারত সরকারের উপহার হিসেবে এদিন ২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক,পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কাছে এ টিকা হস্তান্তর করেছেন।এদিন রাজধানীর রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালান পৌছে। টিকা হস্তান্তর শেষে বিমানবন্দর থেকে দুটি ফ্রিজার ভ্যানে টিকার বাক্স নিয়ে নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণের জন্য রাখা হয়েছে তেজগাঁওয়ে ইপিআই স্টোরে।টিকা গ্রহণের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল। করোনার টিকা উপহার দিয়ে ভারত আবার বন্ধুত্বের পরিচয় দিল। এর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, চলতি মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা আরও ৫০ লাখ ভ্যাকসিন ভারত থেকে বাংলাদেশে আসবে। তখন মোট ৭০ লাখ ভ্যাকসিন আমাদের হাতে থাকবে। এ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করবেন। সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ফেব্রুয়ারি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এ উপহার বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ভবিষ্যতে দুই দেশের একসঙ্গে পথচলা সুগম হবে। বিশ্বের মধ্যে করোনা সংক্রমিত দেশের তালিকায় বাংলাদেশ ২০তম অবস্থানে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়। করোনার টিকা আমদানিতে আমরা ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। পর্যায়ক্রমে আমাদের চাহিদা অনুযায়ী টিকা আমদানি করব। অনেক উন্নত দেশ এখনো টিকা পায়নি। সেখানে আমাদের দেশের জনগণের জন্য টিকা আনা হয়েছে।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারতের প্রধানমন্ত্রীর পলিসি ‘প্রতিবেশী প্রথম’ অনুযায়ী ২০ লাখ ডোজ টিকা উপহার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরম বন্ধুর প্রমাণ দিয়েছে ভারত। এ সহযোগিতার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হবে।ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আমাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এ টিকা বাংলাদেশে পাঠানো হয়েছে। ভারতের জনগণকে শনিবার টিকা দেওয়া হয়েছে, বাংলাদেশের জনগণের জন্য বৃহস্পতিবার পাঠানো হয়েছে। বাংলাদেশের সরকার ভ্যাকসিন নিশ্চিত করে দেশের মানুষের ইমিউনিটি নিশ্চিত করেছে। মুজিববর্ষে বাংলাদেশের মানুষ সুস্থ, সবল থাকুক এটাই আমাদের প্রত্যাশা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com