বজ্রকথা ডেক্স।- ২ জুন/২১ বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত লিখিত প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি বেগম মনিরা সুলতানের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বিদেশ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহের পাশাপাশি দেশেও ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। ভারত রপ্তানি বন্ধ করায় বিকল্প উৎস চীন ও রাশিয়া থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন, জুলাই ও আগস্ট প্রতিমাসে ৫০ লাখ করে টিকা চীন থেকে পাওয়া যাবে। সরকার রাশিয়া হতে টিকা আমদানির জন্যও ইতিমধ্যে আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণ করেছে। লিখিত প্রশ্নের জবাবে করোনা প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ২০ শতাংশ জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিন সংগ্রহের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে ২০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহের জন্য কোভ্যাক্স ফ্যাসিলিটি বরাবর চিঠি দিয়েছে। ফাইজারের ভ্যাকসিনের ১ লাখ ৬২০ ডোজ দেশে এসে পৌঁছেছে। সরকার রাশিয়া হতে টিকা আমদানির জন্যও কার্যক্রম গ্রহণ করেছে।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। অধিবেশনের শুরুতেই প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার। এরপর শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি। চলতি সংসদে এমপি আবদুল মতিন খসরু ও মো. আসলামুল হকের মৃত্যুতে আনা এ শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
Leave a Reply